আবদুল্লাহ তামিম: বিএনপির মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার গাজীপুর সিটি নির্বাচন বন্ধের দাবি জানিয়েছেন।
তিনি বলেন, ‘প্রায় ১০০ কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আমি নির্বাচন কমিশনের (ইসি) কাছে ভোট বন্ধের দাবি জানাচ্ছি।’
সোমবার দুপুরে গাজীপুরে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি দাবি জানান। তবে কোন ১০০ কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে তার সুনিদিষ্ট তথ্য দিতে পারেনি বিএনপির মেয়র পদপ্রার্থী হাসান উদ্দিন সরকার।
ইসির পদত্যাগ দাবি করে তিনি বলেন, ‘যদি তারা ভোটগ্রহণ বন্ধ না করে, তাহলে আমি শেষ পর্যন্ত নির্বাচনে লড়ে যাবো।’
তিনি আরও বলেন, গাজীপুর সিটি নির্বাচনের ভোটগ্রহণ বন্ধের জন্য আমি লিখিত আবেদন করতে যাচ্ছি জেলা রির্টানিং কর্মকর্তার কাছে।
নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে তিনি বলেন, ‘ভোটে কী হয়েছে তা জাতি দেখেছে, সমগ্র বিশ্ব দেখেছে। নির্বাচন কমিশনের যদি লজ্জা থাকে তাহলে তারা পদত্যাগ করবেন।’
তিনি বলেন, ‘সকাল থেকে এ পর্যন্ত শতাধিক কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে সিল মারা হয়েছে। তাই নির্বাচন বন্ধ করতে হবে।’
নির্বাচন বর্জন করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না, আমি নির্বাচন বর্জন করবো না। তবে নির্বাচন কমিশনকে বলছি তারা যেন নির্বাচন বন্ধ করে। নইলে তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
গাজীপুরে ৩ কেন্দ্রে জাল ভোটের অভিযোগ