আওয়ার ইসলাম : দোকান থেকে উধাও হওয়া টাকা চুরির সন্দেহে ৩ শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে দোকানের মালিকের ওপর।মঙ্গলবার বিকেলে উপজেলা পায়রা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতিত এক শিশুর মা থানায় বাদী হয়ে মামলা করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুদের উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত জয়নাল নামে একজনকে আটক করে।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, কয়েক দিন আগে আড়াইহাজার পৌর বাজারে নজরুল ইসলাম নজুর দোকান থেকে ১২ হাজার টাকা চুরি হয়। এ চুরির সন্দেহে কৃষ্ণপুরা এলাকা থেকে নবী হোসেন (১২), সোহাগ (১১) ও রাসেল (১৩) নামে তিন শিশুকে একসঙ্গে পায়রা চত্বরের জয়নালের হোটেলে এনে দড়ি দিয়ে বেঁধে ফেলা হয়। পরে জয়নাল ও তার সহযোগিরা তাদেরকে পিটিয়ে মাথার চুল কেটে দেয়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল হক জানান, চুরির সন্দেহে তিন জন শিশুকে নির্যাতন চুল কেটে ফেলা হয়েছে। পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জয়নালকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে।
সরকারি অর্থায়নে ৫৬০ মডেল মসজিদ নির্মাণের অনুমোদন পাস
এসএস