মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


চট্টগ্রামে সাইক্লিং জনপ্রিয়তায় দ্বি-চক্রযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনায়েদ হাবীব: মাথায় হেলম্যাট আর হাতে গ্লাপস পরে সাইকেলে চেপে বন্দরনগরীতে দাপিয়ে বেড়াচ্ছে শিশু কিশোরদের সাইক্লিং গ্রুপ দ্বি-চক্রযান।

দীর্ঘ ৪ চার বছরের পথচলায় নগরীর সবার কাছে পরিচিতি লাভ করেছে গ্রুপটি। সামাজিক যোগাযোগমাধ্যেম ফেসবুকের গ্রুপ ইভেন্ট মাধ্যমেই তাদের সাইক্লিং রাইডগুলো পরিচালিত হয়ে আসছে।

দ্বি-চক্রযান গ্রুপটির অন্যতম এডমিন ফয়সাল উদ্দীন শিমুল আওয়ার ইসলামকে বলেন, আমরা গ্রুপটি প্রতি শুক্রবার চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে রাইড দেওয়ার জন্য একত্রিত হই।

তিনি বলেন (সাইক্লিং করুন তারণ্যে বাঁচুন) এমন একটি স্লোগান নিয়ে আমরা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা অবহ্যত রাখছি। অনেক সময় দেখা কিশোর যুবকরা মাদক সেবন করছে আর এখন আমাদের এই সমাজে অবক্ষয়ের ধুম্রজালক ডিঙিয়ে সাইক্লিং তারুণ্যকে অনেকটাই এগিয়ে নেয় তাতে কোন সন্দেহ নেই।

চট্টগ্রাম শহরের নিউ মার্কেটে ও ঢাকার সদরঘাটে দেখা মিলবে বিভিন্ন অভিজাত সাইকেল শো-রুম। সেগুলোতে ছোট থেকে বড় সব বয়সি ছেলেমেয়েরা কিনতে ব্যস্ত তাদের অতিপছন্দের সাইকেলগুলো।

হজের জন্য ম্যাসেডোনিয়া থেকে সাইকেলে ২ তরুণের যাত্রা

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ