আওয়ার ইসলাম : সারাদেশে বজ্রপাতে শিশুসহ ৮জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুরে ২জন, নেত্রকোনায় ২জন ও সাতক্ষীরায় ৪ জন নিহত হয়েছে।
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতের ঘটনায় শিশুসহ দুইজন মারা গেছে। নিহতরা হলেন, দেওয়ানগঞ্জ উপজেলার চর আম খাওয়া ইউনিয়নের উত্তর মকিরচর গ্রামের মহির উদ্দিনের পুত্র মৎস্যচাষী মো: ইছাহাক আলী (২৭)। অপরজন দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়াবাড়ি চরপাড়া গ্রামের আব্দুস ছালামের শিশুপুত্র মোঃ আব্দুল্লাহ (১০)।
দেওয়ানগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো: আমিনুল হক বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে
অপরদিকে নেত্রকোনার মোহনগঞ্জে রবিবার রাতে ডিঙ্গাপোতা হাওরে মাছ ধরতে গিয়ে ২ জেলে নিহত ও ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, গাগলাজুর ইউনিয়নের করাচাপুর গ্রামের জহুর মিয়ার ছেলে মতিউর রহমান (৪০) ও একই গ্রামের সবু মিয়ার ছেলে উজ্জল মিয়া (৩৫)।
জানা গেছে, হতাহতরা ডিঙ্গাপোতা হাওরে মাছ ধরার সময় এই ঘটনা ঘটে। আহতরা হলেন একই এলাকার ইমন মিয়া (৩৫), সুলতান মিয়া (৩২) জিয়াউর রহমান (৩৬)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরায় পৃথক বজ্রপাতে ৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৮ জন।
সোমবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা বৈকারি, চৌবাড়িয়া ও শ্যামনগর উপজেলার গুমনতলী গ্রামে এ ঘটনটি ঘটে।
নিহতরা হলেন, সদর উপজেলার বৈকারি গ্রামের আব্দুস সালামে ছেলে সাজু হোসেন (২৮), চৌবাড়িয়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে আবুল খায়ের (২৫) ও শ্যামনগর উপজেলার গুমনতলী গ্রামের শ্রীকান্ত দাশের স্ত্রী জোৎসা দাশ (৩৫) ও মুজিদ মোল্লার স্ত্রী জিন্নাহতুননেছা (৩২)। আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, গুমনতলী মৎস্য সেটে দুপুরে নারী শ্রমিকরা কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুই নারী নিহত হন। এ সময় আহত হন আরো ছয়জন। আহতদের প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে বলে তিনি জানান।
যন্ত্রণাহীন স্বেচ্ছামৃত্যু ঘটানো শরিয়ত কী বলে?
এসএস