মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


চট্টগ্রামে জামায়াত-শিবিরের দুই শতাধিক নেতাকর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামে পর্যটন করপোরেশনের একটি মোটেলে ‘গোপন বৈঠক’ করার সময় জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রশিবিরের দুই শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ জুন) রাতে নগরীর স্টেশন রোডের মোটেল সৈকতে অভিযান চালিয়ে তাদের ধরা হয় বলে নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এস এম মোস্তাইন হোসাইন সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

পুলিশ জানায়, জামায়াত-শিবিরের বিভিন্ন স্তরের কয়েকশ নেতাকর্মী ঈদ পুনর্মিলনীর নামে জড়ো হয়ে ‘গোপন বৈঠক’ করছে-এমন সংবাদের ভিত্তিতে মোটেল সৈকতে অভিযান চালানো হয়। এসময় দুই শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

এদের মধ্যে মহানগর জামায়াতের নেতা আ জ ম ওবায়দুল্লাহ রয়েছেন বলে জানা গেছে। পরে গ্রেফতার কৃতদের সবাইকে কোতোয়ালী থানায় নেয়া হয়।

পুলিশ কর্মকর্তা মোস্তাইন জানান, এদের পরিচয় যাচাই-বাছাই করে, যাদের বিরুদ্ধে মামলা আছে, শুধুমাত্র তাদের গ্রেপ্তার দেখানো হবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম মহানগর দক্ষিণ ছাত্রশিবিবের সাংস্কৃতিক শাখা ‘পারাবার’। এই সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে মিলিত হয়েছিলা জামাত-শিবিরের কয়েকশ নেতাকর্মী। এদের মধ্যে উচ্চ পর্যায়ের নেতারাও ছিলো।

তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন আজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ