আবদুল্লাহ তামিম: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে রোববার (২৪ জুন) থেকে ২৭ জুন পর্যন্ত ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আপাতত ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই বিজিবি সদস্যরা পুরো নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব পালন করবেন।
রোববার মধ্যরাত থেকেই গাজীপুর সিটির সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে। এরপর নির্বাচনী এলাকায় রাত ১২টা থেকে সব ধরনের যান চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিব মো. হেলালুদ্দীন আহমেদ আওয়ার ইসলামকে জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ইসির পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ জুন। নির্বাচনকে কেন্দ্র করে রোববার থেকেই বিজিবির পাশাপাশি মাঠে নামছে র্যাব, পুলিশ, এপিবিএন ও আনসার বাহিনীর ১৫ হাজারেরও বেশি সদস্য।
নিয়মিত আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ছাড়াও নির্বাচনী এলাকায় ইসির পক্ষ থেকে ৫৭ জন নির্বাচন পর্যবেক্ষক ৫৭টি ওয়ার্ডে দায়িত্ব পালন করবেন। থাকবেন দেশি-বিদেশি পর্যবেক্ষকগণও।
তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন আজ