নূরুল জান্নাত মান্না, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : পাকুন্দিয়ার কুমরী বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে ঈদ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে লিটল ম্যাগাজিন নবসুরের মোড়ক উন্মোচনও করা হয়েছে।
কুমরী বঙ্গবন্ধু পরিষদ সেমিনার হলে আয়না সম্পাদক জিয়াউল বাতেনের সভাপতিত্বে নবসুর সম্পাদক সুলতান আফজাল আইয়ূবীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মেরাজ রাহীম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আলোর বানীর সম্পাদক কবি আসিফ খন্দকার।
বিশেষ অতিথি ছিলেন- কবি গোলাপ আমিন, কবি আফসার আশরাফী, ছাত্রনেতা তারেক হাসনাত তারেক, তরিকুল ইসলাম, সাংবাদিক রাজীব সরকার পলাশ, কবি আমিরুল মলং রাজিব, কবি মোখলেছুর রহমান আকন্দ, কবি আল আজাদ, শেখ নজরুল ইসলাম।
শুভেচ্ছা জ্ঞাপন করেন দ্বীন ইসলাম, কাওছার মাহমুন খায়রুল আলম, তানভীর, কবি রুদ্র।
একপর্যায়ে লিটল ম্যাগাজিন নবসুরের মোড়ক উন্মোচন হয়। বক্তারা সাহিত্য নিয়ে গবেষণা করার তৃণমূলের তরুণ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে গ্রামবাসী ও তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
বাসায় ঢুকে অভিনেত্রীকে গণধর্ষণ
-আরআর