মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


চট্টগ্রামে পর্যটন মোটেলে অভিযান, আটক ২০০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চট্টগ্রাম নগরীরর স্টেশন রোডে পর্যটন করপোরেশন পরিচালিত মোটেল সৈকতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মী সন্দেহে প্রায় দুইশ জনকে আটক করেছে পুলিশ। আটকরা প্রায় সবাই তরুণ ও যুবক।

শনিবার রাত ৮টার দিকে তাদের আটক করা হয়েছে বলে আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন।

পুলিশ জানায়, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করতে বৈঠকে জড়ো হয়েছিল বলে তথ্য পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। আটকের পর তাদের কোতয়ালি থানায় নেয়া হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন, ‘নগরী ও জেলার বিভিন্ন থানা থেকে সভা করার জন্য এরা জড়ো হয়েছিল। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা নিতে তারা অনুমতি ছাড়া গোপন বৈঠক করছিল। তারা একটি বিশেষ রাজনৈতিক দলের কর্মী বলে আমাদের কাছে তথ্য আছে। ২০০ জনেরও বেশি লোককে আমরা ধরেছি। যাচাইবাছাই চলছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ