মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


আমের দিনে আমচাষি-ব্যবসায়ীদের চাপাকান্না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ ও আম অধ্যুষিত জেলা রাজশাহীতে গত পাঁচ বছরের মধ্যে এবারই সর্বনিম্ন দরে আম বেচাকেনা হচ্ছে।

আমের ন্যায্য দাম না পাওয়ায় চাষিদের মাথায় হাত পড়েছে। আগাম জাতের আম উৎপাদনে সম্পৃক্ত ৪০ ভাগ চাষিসহ সংশ্লিষ্টরা পুঁজি হারানোর আশঙ্কা করছেন।

কানসাটে ল্যাংড়া জাতের আমের কেজি বিক্রি হচ্ছে ২০ থেকে ২২ টাকা। আমের শোচনীয় এই বাজারদরে অনেক চাষি চাপাকান্না করছেন।

একই অবস্থা রাজশাহী অঞ্চলে আমচাষিদের। আম চাষের ওপর নির্ভরশীল জেলার প্রায় ৮০ ভাগ মানুষ।

প্রতিবছরই এ অঞ্চলে শতকোটি টাকার আমবাণিজ্য হয়। মৌসুমের আম বিক্রির আয় দিয়ে চলে অনেকের সারা বছরের সংসার খরচ। কিন্তু এবার চাষিদের কপালে জুটেছে শনি। একযুগের মধ্যে এবারই প্রথম আমের দাম তলানিতে।

৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে গুটিজাতের প্রতিমণ আম। সে হিসাবে প্রতিকেজি আমের দাম পড়ছে সাড়ে ১২ টাকা। দাম না পাওয়ায় গাছেই পাকছে আম। ফলে এবার চরম আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এ অঞ্চলের হাজার হাজার আমচাষি।

অবশ্য ঢাকার ব্যবসায়ীরা চাষিদের ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়টি মানতে রাজি নন। ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হারুনর রশিদ বলেন, কৃষকরা দাম পাচ্ছে না এমনটা ঠিক নয়।

ঈদের কারণে কয়েকদিন কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় আমের চাহিদা কমে যায়। এছাড়া ঈদের কারণে রাজধানীতে ক্রেতার সংখ্যা কম বিধায় ব্যবসায়ীরাও আম আনছে কম। যার কারণে উৎপাদনপর্যায়ে বিক্রি কম হচ্ছে। অচিরেই আমের দামের এই অবস্থা স্বাভাবিক হবে বলে জানান তিনি।

রাজধানীর বিভিন্ন বাজারে বর্তমানে ল্যাংড়া ও হিমসাগর জাতের আমের কেজি ৫৫ থেকে ৬০ টাকা ৬০ টাকা বিক্রি হচ্ছে। কলাবাগান ও ধানমন্ডিসহ বিভিন্ন স্থানে আমের মেলা চলেছে। সেসব মেলায় প্রতিকেজি ল্যাংড়া আম ৮০ টাকা ও প্রতিকেজি হিমসাগর ৭০ টাকা বিক্রি হচ্ছে।

এবার আমের আর দরপতনের কারণ উল্লেখ করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. মঞ্জুরুল হুদা জেলার পরিসংখ্যান বিশ্লেষণে জানান, প্রতিবছর আগাম, মাঝামাঝি এবং নামলা মুকুল এসে থাকলেও এ বছর তীব্র শীতের কারণে বিলম্ব এবং একসঙ্গে মুকুল আসায় আমও একসঙ্গে পেকে বাজারে এসেছে।

সঙ্গে প্রচ- গরমের কারণে গাছে আম রাখা দায় হয়ে পড়েছে। বাগানমালিকরা দ্রুত আম বাজারে নামাচ্ছেন। এতে বাজারে চাহিদার চেয়ে আমের সরবরাহ বেশি, কিন্তু ক্রেতা কম থাকায় ক্ষিরসাপাত (হিমসাগর) ১৪০০-১৬০০ টাকা মণ এবং ল্যাংড়া ১২০০-১৪০০ টাকা মণ বিক্রি হচ্ছে। এ ছাড়া রমজান ও ঈদে ঘরমুখো মানুষ আম কম খাওয়ার কারণে বাজারও নিম্নমুখী।

তবে এ কর্মকর্তা আশাবাদী, গুটিজাতের আম শেষ হয়ে গেলে জেলার চাষিরা নাবি জাতের ফজলি, সুরমা ফজলি ও আশ্বিনা জাতের আম বিক্রি করে লোকসান পুষিয়ে নিতে পারবেন।

গত কয়েক বছর ধরে ধানের প্রকৃত মূল্য না পাওয়া, ধান কাটার সময় শ্রমিক সংকটে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বিপুলপরিমাণ ধানি জমি আমবাগানে রূপান্তরিত হয়েছে। আর আম চাষে কম খরচ ও প্রতিবছরই আমের মূল্যে বৃদ্ধি কারণে নতুন নতুন বাগান সৃজনে এলাকার কৃষকরা ঝুঁকে পড়েছেন।

কানসাটের বাগানমালিক নুরুল ইসলাম জানান, এবার আমের বাজারদর সর্বনিম্ন হওয়ায় চাষিদের মুখের দিকে তাকানো যাচ্ছে না। তারা কখন আমের ন্যায্য বাজারদর পাবে এ প্রশ্ন তুলছেন। আগাম জাতের ক্ষিরসাপাত, বোম্বাই ক্ষিরসাপাত, ল্যাংড়া, লক্ষণভোগ তো শেষের পথে।

ভোলাহাট আম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক চুটু জানান, ভোলাহাট উপজেলার যোগাযোগ ব্যবস্থা নাজুকের কারণে মূলত চাষিরা আমের ন্যায্যমূল্য পান না দীর্ঘদিন ধরে। আর এবার বাজারদরে ধস নামায় সর্বস্বান্তের পথে চাষিরা।

মল্লিকপুরের আমচাষি জানান, পাকা আমের দাম না পাওয়ায় তারা এসব আম ‘আমসত্ত্ব’ করে শুকিয়ে পরবর্তী সময়ে অসময়ে বেশি দামে বিক্রির জন্য মজুদ করছেন।

চাঁপাইনবাবগঞ্জ আম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আসলাম আলী জানান, গত বছর এ সময়ে প্রতিদিন তহাবাজারের আম বাজারে ৩-৪ কোটি টাকার আম কেনাবেচা হয়েছিল। এবার এ সময় মাত্র ৫০-৮০ লাখ টাকা বেচাকেনা হচ্ছে।

রহনপুরের আম ব্যবসায়ী মনিরুল ইসলাম জানান, মৌসুমের শুরুতে গাছে ১৬০০ টাকা মণ দরে ক্ষিরসাপাত আম কিনে বাজারে ১৪০০-১৬০০ টাকা মণ বিক্রি করায় মণপ্রতি ৪০০-৫০০ টাকা লোকসান হচ্ছে।

এতে অনেকের পুঁজি হারানোর উপক্রম। কানসাট আম আড়তদার সমিতির সভাপতি হাবিুবুল্লাহ জানান, প্রতিকেজি আম উৎপাদনে ৭-৮ টাকা খরচ হয়, আর বাজারে ক্ষিরসাপাত ও ল্যাংড়া আম পাইকারি বিক্রি হচ্ছে মাত্র ২০-২২ টাকা কেজি দরে।

আর আমের বাজারদর পতনের সুযোগ নিয়েছে দেশের বহুজাতিক কোম্পানি প্রাণ ও আকিজ গ্রুপ। আগাম জাতের গুটি আম ২৫০-৩০০ টাকা মণ দরে কিনছে।

ইন্দোনেশিয়ার ইসলামপন্থী নেতার মৃত্যুদণ্ড


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ