মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজগঞ্জের রায়গঞ্জ ও নওগাঁর সাপাহার উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৪ জনের নিহত হয়েছেন।

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বাসের অন্তত ১৫ যাত্রী।

শুক্রবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ভূইয়াগাতী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি। রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নামিরা আসমা এ তথ্য জানিয়েছেন।

এদিকে এর আগে শুক্রবার ভোরের দিকে নওগাঁ জেলার সাপাহারে গোডাউন পাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ওই দুজন আমের ব্যবসা করতেন।

জানা গেছে, নওগাঁ থেকে একটি ধান বোঝাই ট্রাক চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। ট্রাকটি সাপাহার বাজার গোডাউন পাড়া মোড়ে আসলে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে অটোরিকশার দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত ওসি শামছুল আলম শাহ সাংবাদিকদের জানান, পুলিশ ঘটনাস্থল গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।

বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত আটক ১৬


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ