আওয়ার ইসলাম: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম মনোনীত মেয়র পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, চিকিৎসক প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান এক বিবৃতিতে বলেছেন, স্বাধীনতার ৪৭ বছরে সময়ে সময়ে সমাজের দায়িত্বভার পরিবর্তন হয়েছে। কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো দায়িত্বশীল সমাজ সেবক দেখিনি; বরং ভোগ-বিলাসে মত্ত, সমাজের দায়িত্বশীল দেখেছি।
তিনি বলেন, পীর সাহেব চরমোনাই নেতৃত্বে সমাজের দায়িত্বহীন ব্যক্তিদের অবসান ঘটাতে দেশের বিভিন্ন স্পটে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করছে। তার’ই ধারাবাহিকতায় আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে হাতপাখা মার্কার ব্যালেট বক্স নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে।
তিনি বলেন, আমি সিসিক নগর পিতা হতে চাই না; বরং জনগণের সেবক হতে চাই।
তিনি সিলেটবাসীর কাছে সহযোগিতা, সমর্থন ও হাতপাখায় ভোটের জন্য নির্বাচনে সরব ভূমিকা পালন করার আহবান জানান।
সিলেটে ইসলামী আন্দেলনের মনোনয়ন নিলেন ডা. মোয়াজ্জেম
-আরআর