আওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী মৌলভী বাজারসহ সিলেট এলাকার বন্যা কবলিত এলাকায় খাদ্য, বস্ত্র, পানি, ঔষধপত্র ও চিকিৎসাসহ পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর সুব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
তিনি এক বিবৃতিতে বন্যা দুর্গত এলাকায় ডায়রিয়াসহ পানিবাহিত রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
আইওজে চেয়ারম্যান বন্যায় ক্ষতিগ্রস্থ বিপন্ন মানুষের কৃষি ও এনজিও ঋণ মওকুফের দাবি জানিয়ে বলেন যে, কৃষি ও এনজিও ঋণ গ্রহিতারা বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
ঋণের টাকায় সংগৃহিত বীজ ও সারসহ বিভিন্ন কৃষি উপকরন প্রয়োগ করে ফলানো ফসল বন্যার পানিতে ভেসে গেছে। ফলে সং্িশ্লষ্ট এলাকার কৃষকরা এখন বিপাকে পড়েছেন।
তারা এখন পরিবারের লোকজনদের খাবার যোগার করতেই হিমশিম খাচ্ছেন। এমতাবস্থায় তাদের পক্ষে ঋণ পরিশোধ করা কোন মতেই সম্ভবপর হয়ে উঠছেনা।
মাদক মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড : প্রধানমন্ত্রী