আওয়ার ইসলাম: পঞ্চগড় জেলার দেবীগঞ্জে দুই সন্তানকে নিয়ে এক মা বিষপান করেছে। এ ঘটনায় মা ও এক সন্তানের মৃত্যু হয়েছে।
অপর সন্তানের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঠাঁকুরগাও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২০ জুন) রাতে জেলার দেবীগঞ্জ উপজেলার চেংঠিহাজরাডাঙ্গা ইউনিয়নের ফুলবাড়ি শেওরাতলী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত দুজন হলেন দেবীগঞ্জ উপজেলার চেংঠিহাজরাডাঙ্গা গ্রামের জয়দেব রায়ের স্ত্রী মমতা রানী (৩৫) ও দেড় বছরের শিশু সন্তান রাতুল চন্দ্র রায়।
তাদের অপর সন্তান সেতু রানীকে (৬) ঠাঁকুরগাও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্বামীর ওপর অভিমান করে মমতা আমের রসের সাথে বিষ মিশিয়ে সন্তানদের খাইয়ে নিজেও বিষপান করেন। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জয়দেব রায়ের সাথে তার স্ত্রী মমতা রানী সকালে ও রাতে দুদফায় ঝগড়া বিবাদের ঘটনা ঘটে। এতে অভিমান করে রাতেই মমতা রানী তার দুই শিশু সন্তানকে নিয়ে বিষপান করে।
বিষয়টি টের পেয়ে পরিবারের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে মমতার মৃত্যু হয়।
আশঙ্কাজনক অবস্থায় দুই সন্তানকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে দেড় বছরের ছেলে রাতুল মারা যায়। ছয় বছরের শিশু সেতু রানীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেবীগঞ্জ উপজেলার চেংঠিহাজরাডাংগা ইউনিয়নের চেয়ারম্যান অনিল চন্দ্র সরকার জানান, পারিবারিক ঝগড়া বিবাদের জের ধরে সন্তানদের নিয়ে এক মা বিষপান করেছে।
এ ঘটনায় মা ও দেড় বছরের পুত্র সন্তান রাতুলের মৃত্যু হয়েছে। শিশু কন্যা সেতুকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম পারিবারিক কলহের জের ধরেই এক মা তার দুই সন্তানকে নিয়ে বিষপান করার বিষয়টি নিশ্চিত করেছেন।
মাদক মামলায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড : প্রধানমন্ত্রী