আওয়ার ইসলাম : কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী প্রিন্স নরোদম রানারিদা রবিবার এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী নিহত এবং কমপক্ষে আরো সাতজন আহত হয়েছেন।
রানারিদার দলের একজন সিনিয়র সদস্য জানান, ৭৪ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দলের কয়েকজন সিনিয়র সদস্য নিয়ে কম্বোডিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাক্সির সাথে রানারিদাকে বহনকারী গাড়ির সংঘর্ষ হয়।
কম্বোডিয়ায় আগামী মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে রানারিদা ও তার স্ত্রী উভয়ে প্রার্থী ছিলেন।
সিহানুকবিলির পুলিশ প্রধান জানান, প্রয়াত রাজা নরোদম সিহানুকের ছেলে রানারিদা মাথায় আঘাত পেয়েছেন। তাকে জরুরি চিকিৎসা দেয়ার জন্য নমপেনে পাঠানো হয়েছে। আর তার স্ত্রী ওক পাল্লাহ হাসপাতালে মারা গেছেন।
যেভাবে কাটে আল্লামা আহমদ শফীর ঈদ ও রমজান
এসএস