আওয়ার ইসলাম: রাঙামাটির নানিয়ারচর উপজেলার তিন স্থানে পাহাড় ধসে একই পরিবারের তিনজনসহ ১১ জন নিহত হয়েছেন। এতে মাটি চাপা পড়েছেন আরও বেশ কয়েকজন।
মঙ্গলবার (১২ জুন) সকালে ভারি বর্ষণের কারণে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পাহাড়ধসের ঘটনায় বেশ কয়েকজন মাটি চাপা পড়েছেন। তাদের উদ্ধারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করছেন। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পাহাড় ধসের কারণে বন্ধ রয়েছে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ। রাঙামাটির কুতুকছড়ি এলাকায় রাস্তা ভেঙে গেছে। ফলে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।