আওয়ার ইসলাম: কারাবন্দী খালেদা জিয়াকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে তার চিকিৎসার ব্যয় দল বহন করবে।
এ দাবি জানিয়ে দলটি আজ সরকারের প্রতি এ অনুরোধ জানায়। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে বেগম জিয়াকে বিএমএসে চিকিৎসা নিতে হবে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন বেগম জিয়াকে ইউনাইটিড হাসপাতালে ভর্তির আবেদন জানান। একই সঙ্গে তিনি চিকিৎসার খরচ দল বহন করবেন বলেও জানিয়েছেন।
মোশাররফ বলেন, আমরা দেশনেত্রীর উপযুক্ত চিকিৎসা চাই বলেই আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে সরকারকে জানাতে চাই যে প্রয়োজনে এই চিকিৎসার সমুদয় ব্যয় আমাদের দল বহন করবে।
তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে দুবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা এবং এমআরআইসহ প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা করানোর দাবি করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। অথচ বাস্তবে কিছুই করা হয়নি।
কারাবিধি অনুযায়ী খালেদা জিয়াকে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে হলে খরচ কে বহন করবে এ সমস্যা সামনে আসবে বলেই এ বিষয়ে এই নেতা খরচের বিষয়টি আগেই পরিস্কার করেন বলে জানান সংবাদ সম্মেলনে।
-আরআর