আওয়ার ইসলাম: বহুল আলোচিত ট্রাম্প-কিম বৈঠক কাল। এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। উঠে আসছে নতুন নতুন খবরও।
বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্ক কাটিয়ে নতুন সম্পর্ক স্থাপনের কথা ভাবছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপের সমাজতান্ত্রিক দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এমন ইঙ্গিতই দিয়েছে।
মঙ্গলবার সিঙ্গাপুরের সেনতোসা দ্বীপে তাদের প্রত্যাশিত এ বৈঠক হতে যাচ্ছে। ইতোমধ্যে সিঙ্গাপুর পৌঁছেছেন দুই নেতা।
আওয়ার ইসলাম ঈদসাময়িকী অর্ডার করতে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সঙ্গে গত কয়েক দশক ধরে উত্তর কোরিয়ার সম্পর্ক বেশ বৈরি। দেশ দুটির মধ্যে নতুন সম্পর্কের ইঙ্গিত সেই বৈরি সম্পর্ক উন্নয়নেরই পূর্বাভাস।
সিঙ্গাপুর পৌঁছে ট্রাম্প এই টুইটার বার্তায় জানান, সিঙ্গাপুরে পৌঁছতে পেরে খুব ভালো লাগছে। চারদিকে উদ্দীপনা কাজ করছে। এই সম্মেলন নিয়ে তিনি খুব ভালো অনুভব করছেন।
তিনি আশা প্রকাশ করেন, এই সম্মেলনের মধ্যে দিয়ে একটি পথ সৃষ্টি হবে, যা অবশেষে পরমাণু অস্ত্রমুক্ত উত্তর কোরিয়ার জন্ম দেবে।
ইফতারের আয়োজন করে মুসলিমদের তোপের মুখে ট্রাম্প
-আরআর