আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদে ব্যালট পেপারের গুদামঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছে দেশটির সরকার।
গতমাসে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনের ব্যালট-বাক্সগুলো ওই গুদামে জমা রাখা হয়েছিল।
এ গটনার পর প্রেসিডেন্ট হায়দার আল-আবাদি বলেছেন, এই অগ্নিসংযোগ ইরাকের গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করার ষড়যন্ত্রের একটি অংশ।
এ অগ্নিকাণ্ড ইচ্ছাকৃত বলেও তার বক্তব্যে স্পষ্ট হয়। খবর আল জাজিরার।
হায়দার আল আবাদি আরো বলেন, আমরা ইরাকের নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে ফেলে এমন ব্যক্তিদের শক্ত হাতে প্রতিহত করতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।
ইরাকে গত মাসের ১২ তারিখ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শিয়া নেতা মুকতাদা আল সদর- নেতৃত্বাধীন জোট বিজয়ী হয়। তবে নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ ওঠলে গত বুধবার দেশটির পার্লামেন্টে পুনরায় নির্বাচনের ১ কোটি ১০ লাখ ভোট গণনার প্রস্তাব পাস হয়।
যে কোনো সময় ইরাকে হামলা চালাবে তুরস্ক: এরদোগান
-আরআর