আওয়ার ইসলাম: দেশে এ মহূর্তে বেকার সংখ্যা ২৭ লাখ বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার মধ্যে কর্মে নিয়োজিত ছয় কোটি ৮০ লাখ। তবে অর্থনৈতিক কাজে যুক্ত নন চার কোটি ৫৮ লাখ।
সোমবার (১১ জুন) জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলমের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, দেশে ১৫ বছরের নিচের জনসংখ্যা মোট জনসংখ্যার ৩০.৮ শতাংশ, ১৫-৬৪ বছরের মানুষ আছেন ৬৪.৬ শতাংশ এবং ৬৫ বছরের উপরের আছেন ৪.৬ শতাংশ।
তিনি বলেন, দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা দশমিক ৯০ শতাংশ। তবে পরিসংখ্যান ব্যুরো কর্মে অক্ষম জনসংখ্যা নির্ণয় না করলেও লেবার ফোর্স সার্ভে ২০১০-১৭ অনুযায়ী কর্মে নিয়োজিত লোকের সংখ্যা ছয় কোটি ৮০ লাখ। এসব লোক কোনো আয় করে না।
কুরআন অনুবাদ করায় উইঘুর স্কলারকে হত্যা
-আরআর