মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

ঈদে খালেদা জিয়ার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানিয়েছেন, খালেদা জিয়া রাজি থাকলে আগামীকালই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেয়া হবে।

তিনি বলেন, ‘তার যে ধরনের চিকিৎসা, পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন তার সব ব্যবস্থাই আছে বিএসএমএমইউতে। খালেদা জিয়া রাজি থাকলে আগামীকালই তাকে সেখানে নেওয়া হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক আরও বলেন, ‘জেলকোড অনুযায়ী বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া যায় না। তাই সরকারি হাসপাতালেই সরকার তাকে সর্বোচ্চ ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করবে।

তার যে ধরনের চিকিৎসা প্রয়োজন, সেসব সুবিধা যদি সরকারি হাসপাতালে না থাকে; তাহলে বেসরকারি হাসপাতালে চিকিৎসার বিষয়টি বিবেচনায় আসবে। সেক্ষেত্রে অর্থ কোথায় থেকে আসবে সেটাও মন্ত্রণালয় চিন্তা করবে।’

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কারা মহাপরিদর্শক আরও জানান, খালেদা জিয়াকে অর্থোপেডিক ব্যাগ দেওয়ার সুপারিশ করা হয়েছিল ডাক্তারের পক্ষ থেকে, আশা করি সেটা আগামীকালের মধ্যে তাকে দেওয়া হবে।

ঈদে খালেদা জিয়ার জন্য কারাগারে বিশেষ কোনও ব্যবস্থা থাকবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ঈদে সাধারণ বন্দিদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা থাকে, বিনোদনের ব্যবস্থা থাকে, খালেদা জিয়ার জন্যেও ব্যবস্থা থাকবে। ওইদিন তার আত্মীয়-স্বজনরা দেখা করতে পারবেন। তারা খাবার নিয়ে আসতে চাইলে সেটাও নিয়ে আসতে পারবেন।’

এইচজে

লাইলাতুল কদরের ফজিলত ও আমল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ