মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

প্রস্তাবিত বাজেট পুনঃসংশোধনের দাবী ইশা ছাত্র আন্দোলনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ প্রস্তাবিত বাজেট নিয়ে মজলিসে আমেলার পর্যালোচনা বৈঠক শেষে বলেন, নির্বাচনী ব্যয় আহরণ ও নির্বাহের কথা বিবেচনা করে যে বাজেট পেশ করা হয়েছে তাতে ধনী ব্যাংক মালিক ও শীর্ষ ধনকুবেররা কর হ্রাসের সুযোগ নিয়ে আরো ধনী হবে।

তীব্র বেকারত্ব ও পরিবহন সংকটের দেশে তরুণরা যখন অনলাইন কেন্দ্রিক বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ নিচ্ছে সেগুলো পূর্ণ বিকশিত হওয়ার পূর্বেই করজালে আটকে ফেলা হয়েছে। যেখানে এ ধরনের সৃজনশীল উদ্যোগে সরকারের প্রণোদনা দেয়ার কথা উল্টো সেখানে করারোপ উদ্যোক্তা বান্ধব পরিবেশ তৈরিতে বাধার সৃষ্টি করবে।

এ বাজেটে সাধারণ মানুষের কল্যাণচিন্তা করা হয়নি। ফলে আয়বৈষম্য আরো বাড়বে। প্রান্তিক ও মধ্যবিত্ত্ব শ্রেণির জীবনমান উন্নয়নের কোনো পদক্ষেপ তুলে ধরেননি অর্থমন্ত্রী।

ব্যাংকিং ও শেয়ার মার্কেটের লুটপাট বন্ধে এ বাজেট ভূমিকা রাখবে, এমনটা মনে হয় না। আকারে চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার বাজেটে ঘাটতি রয়ে যাচ্ছে এক চতুর্থাংশের বেশী। যা জনগণের উপর বিদেশী ঋণের বোঝা মাথাপিচু ৬০ হাজার টাকা চাপাবে।

সমৃদ্ধ আগামী পথযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল লক্ষ্য ‘দারিদ্র্য দূরীকরণ ও অসমতা হ্রাস দাবী করা হলেও পর্যালোচনায় দেখা যাচ্ছে দারিদ্র ও অসমতা বৃদ্ধিই পাবে। ঘুরে ফিরে ব্যক্তি কতেকের পকেটকেই কেবল সমৃদ্ধ করবে এ বাজেট।

সহ-সভাপতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম বলেন, ধনীদের ছাড় দিয়ে বিভিন্ন পণ্যের উপর যে ভ্যাট বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে তাতে জনগণের ক্রয় ক্ষমতায় নেতিবাচক প্রভাব পড়বে। এবং প্রস্তাবিত বাজেটে সুপারশপে কেনাকাটায় মূল্য সংযোজন কর (মূশক) ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। যা মধ্যবিত্তদের উপর চাপ বাড়বে।

সেক্রেটারি জেনারেল এম হাছিবুল ইসলাম বলেন, এ বাজেটে বিপুল শিক্ষিত বেকারদের জন্য কোন সুখবর নেই। এতে কর্মসংস্থান সৃষ্টিতে সুনির্দিষ্ট নির্দেশনা নেই। বাজেট এবং একই সাথে অ্যাপভিত্তিক পরিবহন সেবায় যুব শ্রেণির এগিয়ে এসেছে। কিন্তু সেখানেও করারোপ করার সিদ্ধান্ত অনৈতিক হয়েছে।

কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বিভিন্ন শ্রেণি-পেশা , রাজনৈতিক দল, বিশেষজ্ঞ ও ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে উন্মুক্ত আলোচনা করে প্রস্তাবিত বাজেট পুনঃসংশোধনের দাবী জানিয়ে বলেন, অন্যথায় এ বাজেট অন্তর্ভুক্তিমূলক হবে না। যার ফলে দেশের অর্থনৈতিক ও সামাজিক সংকট আরো ঘনীভূত হবে।

বাজেট পর্যালোচনা বৈঠকে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ