মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


আসামির সঙ্গে গোপন বৈঠক, তুরিন আফরোজের বিরুদ্ধে সিদ্ধান্ত এ মাসেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবতাবিরোধী অপরাধ মামলার আসামির সঙ্গে গোপন বৈঠক করায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে চলতি মাসেই।

আইনমন্ত্রী আনিসুল হক রোববার (১০ জুন) সচিবালয়ে অধস্তন আদালতের বিচারকদের এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, তুরিন আফরোজের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তিনি যে পদে আছেন সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। এখানে তার ব্যাপারে আবেগ নির্ভর কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না।

জানা যায়, একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং পাসপোর্ট অধিদফতরের সাবেক মহাপরিচালক (ডিজি) মুহাম্মদ ওয়াহিদুল হককে গত ২৪ এপ্রিল গ্রেফতার করা হয়। পরদিন ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠান।

গ্রেফতারের আগে মামলাটি পরিচালনার দায়িত্ব তাকা প্রসিকিউটর তুরিন আফরোজ ওয়াহিদুল হককে মোবাইল ফোনে যোগাযোগ করে সাক্ষাৎ করতে চান। তাকে যে কোনো দিন আটক করা হতে পারে বলেও তিনি কথোপকথনকালে জানান।

তারা দুজনে দুটি বৈঠক করে ওয়াহিদুল হকের বিরুদ্ধে আনীত অভিযোগ এবং তাকে গ্রেফতারের আদেশের অনুলিপি নিয়েও আলোচনা করেন।

যুদ্ধাপরাধ মামলা থেকে তুরিন আফরোজের অব্যাহতি

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ