আবদুল্লাহ তামিম: সৌদি আরবের সরকারী সংবাদ সংস্থার বরাতে জানা যায়, সৌদি আরব, জর্ডান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত রোববার মক্কায় একটি বৈঠকে বসতে যাচ্ছে।
সৌদি প্রেস এজেন্সির বিবৃতিতে বলা হয় আরব রাষ্ট্রের নিরাপত্তা এবং স্থিতিশীলতা ও আরব রাষ্ট্রগুলোর পরস্পর সহযোগিতার জন্য এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
দুই পবিত্র মসজিদের নিরাপত্তা ও পবিত্রতা বিষয়ে কথা বলবে আরবদেশগুলো। সৌদি আরবের অবস্থা সম্পর্কে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ আলোচনা করবেন।
জর্ডানে অর্থনৈতিক সংকট নিরসনে কার্যকরি ভূমিকা পালন সম্পর্কেও বিস্তারিত আলোচনা হবে এ বৈঠকে।
এ বৈঠকে কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ আল-সাবাহ, শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, আবুধাবির ক্রাউন প্রিন্স এবং সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর ডেপুটি সুপ্রিম কমান্ডার অংশগ্রহণ করবেন।
আল-আরাবিয়া ইংরেজি থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ
আরো পড়ুন-রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সেনাবাহিনী ও সরকারের বৈঠক