আওয়ার ইসলাম: এবার ঈদে ঘরে ফেরা মানুষ যানজটে পড়বেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, এবার সড়কের অবস্থা ভালো।
রাস্তায় কোনো সমস্যা হলে তিনি ঘটনাস্থলে ছুটে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন।
শনিবার (৯ জুন) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) কার্যালয়ে সড়কের নানা পরিস্থিতি তুলে ধরে একথা বলেন তিনি।
যাত্রীদের পথচলা নির্বিঘ্ন করতে ঢাকা মহানগরীর বাস টার্মিনালগুলোতে ভিজিলেন্স টিমও গঠন করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এবার হাইওয়েতে অতিরিক্ত পুলিশ থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে অতিরিক্ত পুলিশের ব্যবস্থা করেছি। ঈদে ঘরমুখো মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
উল্টোপথে যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করে মন্ত্রী বলেন, আপনারা সজাগ থাকবেন উল্টোপথে যেন কোনো ভিআইপি যাতায়াত না করতে পারে। এটা আমার দায়িত্ব, উল্টোপথে কোনো ভিআইপিকে আমি অ্যালাউ করতে পারি না।
‘সরকারের আন্তরিক প্রচেষ্টা থাকলে ঈদে সড়ক দুর্ঘটনা থাকতো না’
-আরআর