সুফিয়ান ফারাবী,সাভার প্রতিনিধি: সাভারের আলোচিত শরীফ হত্যাকান্ডের ৬ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যে ৪ জন হত্যাকান্ডের বিষয়ে স্বীকারোক্তিমুলক জবাববন্ধি দিযেছে আদালতে।
গ্রেফতারকৃতরা হলো- শ্রাবন, রাব্বি, ইয়াসিন, আফতাব, রাসেল ও মুসা। এরা প্রত্যেকেই মাদক, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে সম্পুক্ত।
মঙ্গলবার ভোরে তাদের সাভারের বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে আসামীদের আদালতে পাঠানো হয়।
এ বিষযে সাভার মডেল থানার এস আই মোফাজ্জাল হোসেন জানান, গত ১৮ ফেব্রুয়ারী সাভারে ভাটপাড়া শরীকে কুপিয়ে হত্যা করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে।
নিহত ওই যুবক বক্তারপুর এলাকায় একটি বাড়িতে পরিবারের সাথে ভাড়া বাড়িতে থাকতেন। তিনি ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার রামপুর গ্রামের মোসলেম মিয়ার ছেলে।
এদিকে শরীফের হত্যাকারীদের গ্রেফতারের পর জড়িতদের বিচার দাবী করেছে নিহতের পরিবার। এছাড়াও গ্রেফতারকৃত সন্ত্রাসীদের প্রত্যেকেই সাভারের বিভিন্ন এলাকায় মাদকসহ বিভিন্ন আপরাধমূলক কাজের সাথে সম্পৃক্ত থাকায় তাদের দৃষ্টান্তমীলক শাস্তি দাবী করেছে সাভারের সচেতন মহল।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারী রাতে নিহত শরীফ হোসেন বক্তারপুর এলাকায় জুতা কারখানায় কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে দুর্বৃত্তরা কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে। এ ঘটনায় ওই যুবককে বাঁচাতে গেলে দুর্বৃত্তরা অপর এক শ্রমিককে কুপিয়ে জখম করে।
আরো পড়ুন-রোহিঙ্গা নিধনের বিচারে আইসিসিতে বাংলাদেশের সম্মতি