মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

তামাকজাত পণ্যের দাম বাড়বে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিগারেট, বিড়ি, জর্দা ও গুলসহ তামাকজাত দ্রব্যের ওপর মূল্য নির্বিশেষে সমহারে কর নিরূপণ করায় আগামী ২০১৮-১৯ অর্থবছর থেকে তামাকজাত পণ্যের দাম বৃদ্ধি পাবে।

আজ জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান। তিনি বলেন,‘ বিশ্বব্যাপী দেশসমূহে ধূমপানবিরোধী নীতি তামাকের ব্যবহার কমানো, স্বাস্থ্যঝুঁকি হ্রাস ও রাজস্ব আদায় বৃদ্ধি এই সেক্টরে এখন বড় চ্যালেঞ্জ।’

মন্ত্রী বলেন, এই চ্যালেঞ্জ মোকাবেলার লক্ষ্যে এনবিআর তামাকজাত পণ্যের ওপর মূল্য নির্বিশেষে সমহারে কর নিরূপণ করছে এবং সরকার ক্রমান্বয়ে তার লক্ষ্যে পৌঁছবে।

মুহিত নিন্মমানের ১০কাঠি সিগারেটের দাম ৩২ টাকা করা এবং তদুর্ধ্বে করার প্রস্তাব করেন, এতে সম্পূরক শুল্ক কর ৫৫ শতাংশে বৃদ্ধি পাবে।

তিনি মধ্যম মানের ১০টি সিগারেটের মূল্য ৪৮ টাকা করা এবং সম্পূরক শুল্ক কর ৬৫ শতাংশ করার প্রস্তাব দেন।

একইভাবে অর্থমন্ত্রী উঁচুমানের ১০ সিগারেটের দাম ৭৫ ও ১০১টাকা করার প্রস্তাব দেন, যেখানে সম্পুরক কর বিদ্যমান ৬৫ শতাংশ রাখা হবে।

সিগারেটের চেয়ে বিড়ি বেশি ক্ষতিকর এ কথা উল্লেখ করে মুহিত বলেন,আগামী ২/৩ বছরের মধ্যে বিড়ির উৎপাদন বন্ধ করে দেবে বলে সরকার গত বছর সিদ্ধান্ত নিয়েছে।

তাই আমরা এ বছর বিড়ির দাম বাড়াব না। তবে ২০টি বিড়ির বিদ্যমান মূল্য ১২ টাকার স্থলে ১৫ টাকা করা হবে ।

আরো পড়ুন- স্বাধীনতার পর থেকে এক নজরে বাজেটের ইতিহাস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ