মুহিব্বুল্লাহ মামুন
আওয়ার ইসলাম
নাইজেরিয়ার একটি মসজিদে ইফতার চলাকালীন সময়ে তিনটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং ৮০ জনের মতো আহত হয়। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জাদিদ খবর এমনটা জানিয়েছে।
খবরে বলা হয়, আফ্রিকার পূর্ব দক্ষিণে দিফা শহরের স্থানীয় একটি মসজিদে অজ্ঞাতরা তিনটি আত্মঘাতি হামলা চালায়। নাইজেরিয়ার একটি উগ্রপন্থী সংগঠন এ হামলা চালিয়েছে বলে খবরে জানানো হয়। তবে কারা এ হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি।
সে দেশের প্রসাশনের মতে হামলাকারীদের মধ্যে ২ জন মহিলা এবং ১ জন পুরুষ ছিল। তারা মসজিদের চলমান ইফতার মাহফিলে অংশ নেয় এবং এক মুহূর্তে আত্মঘাতী হামলা চালায়। এ ঘটনায় ১০ জন নিহত হয় এবং প্রায় ৮০ জনের মতো আহত হয়। ততক্ষনাৎ আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ।
কারা এ হামলা চালিয়েছে তা জানা না গেলেও ইতিপূর্বের ঘটনা থেকে নাইজেরিয়া সরকার উগ্রবাদী সংগঠন বোকো হারামকে সন্দেহ করছে বলে জানা যায়।
সূত্র : জাদিদ খবর / আরএম
আরও পড়ুন : শেখ জায়েদ মসজিদের ইফতার-তারাবিতে মুসল্লিদের ঢল