আবদুল্লাহ তামিম: সম্প্রতি সামাজিক নেটওয়ার্কে ফিলিস্তিনের একটি নিষ্পাপ শিশুর ভিডিও বার্তা প্রকাশিত হয়েছে। ভিডিও বার্তায় ফিলিস্তিনি শিশুটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি প্রশ্ন করেছে।
প্রকাশিত ভিডিওতে ফিলিস্তিনের শিশুটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনের সমস্যা মোকাবেলার জন্য একটি প্রশ্ন করেছে। এই শিশুটি বলেছে, আমার একটি প্রশ্ন আছে। (ফিলিস্তিনি জনগণ এবং শিশুদের রক্ষার্থে) মানবাধিকার সংগঠন এবং শিশু অধিকার সংগঠনগুলো কোথায়?
শিশুটি আরো বলেন, আমি আরব ও অনারব সকল আন্তর্জাতিক সম্প্রদায় আর প্রত্যেক বিবেকবান ও সচেতন ব্যক্তির নিকট ফিলিস্তিনি শিশুদের প্রতি সহানুভূতি এবং সংহতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি।
আপনারা দেখেন আমরাও শিশু। আমরা জেরুসালেম ও ফিলিস্তিনের শিশু। তবে আমরা আপনাদের মত জীবন যাপন করতে পারি না। জেরুসালেম ও ফিলিস্তিনের শিশুরা হচ্ছে আপনাদের কাছে আমানত।
ফিলিস্তিনের এই শিশু আরও বলেছে, আপনারা লক্ষ্য করুন ইহুদিবাদী ইসরায়েলি ফিলিস্তিনের শিশুদের প্রাথমিক অধিকারসমূহ থেকে বঞ্চিত করেছে।
বিশ্বের অন্যান্য শিশুদের মত স্বাধীনভাবে জেরুসালেম ও ফিলিস্তিনের শিশু জীবন যাপন করতে পারছে না। কিন্তু কেনো।
আমাদেরকে মুক্ত করুন। আমাদেরকে স্বাধীনভাবে জীবন যাপন করতে দিন। আমরাও বিশ্বের অন্যান্য শিশুদের মত স্বাধীনভাবে জীবন যাপন করতে চাই। আমাদেরও বেঁচে থাকার অধিকার আছে।
আরো পড়ুন- তুর্কি প্রেসিডেন্ট নির্বাচনে জরিপে এগিয়ে এরদোগান