আওয়ার ইসলাম: আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ৬ জুন রোজ বুধবার রাতে Hand's for Support এর (ভারপ্রাপ্ত) পরিচালক মুহা. মাজিদুল হক -এর নেতৃত্বে গরিব, অসহায়, পথ শিশু ও রিক্সা চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ঢাকা পলিটেকনিক ইনিস্টিটিউট এর এনভায়রনমেন্ট টেকনোলোজি বিভাগের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীদের নিয়ে "Hand's for Support" নামক অরাজনৈতিক সামাজিক সংগঠনটি এ বছর আসন্ন ঈদ উপলক্ষে ৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কর্মসূচি বাস্তবায়ন করে।
সংগঠনটি গত বছরও অসহায়, গরিব, পথ শিশুদের মাঝে ঈদ সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করেছিল। এছাড়াও সামাজিক সংগঠনটি বিভিন্ন সময় অসহায় ও পথ শিশুদের পাশে থেকে কাজ করছে।
সংগঠনটির বর্তমান (ভারপ্রাপ্ত) পরিচালক মুহা. মাজিদুল হক বলেন, আমরা নিজেদের দায়বদ্ধ থেকে মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে থাকি।
তিনি আরো বলেন, যারা মানুষদের পাশে দাঁড়ানোর নামে প্রতারণা করে তাদের আমরা মনের গভীর থেকে ধিক্কার জানাই।
তিনি আহবান করে বলেন, আসুন আমরা অসহায় গরিব ও পথ শিশুদের পাশে দাঁড়াই এবং সুন্দর ও সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ি।
খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, মুহা. নাঈম, মুহা. আল-আমিন, মুহা. রাসেল, মুহা. হাসান, সাবরিন মোমতাজ, শ্রীযুক্ত বাবু সাগর বণিক, মুহা. নাঈমুর রহমান, ও টিটিভির ডেস্ক রিপোর্টার মুহা. ইমরান নাজির প্রমুখ।
বাংলাদেশের ঈদের বাজার ভারতীয় পোশাকে সয়লাব
-আরআর