আওয়ার ইসলাম: কংগ্রেসের মধ্যে প্রবল বিতর্ক জন্ম দিয়ে আজ নাগপুরে আরএসএসের সভায় বক্তৃতা দিতে চলেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সরসঙ্ঘচালক মোহন ভাগবতের সঙ্গে এক মঞ্চে দেখা যাবে তাঁকে। এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে কংগ্রেস।
কংগ্রেসের বক্তব্য, তাদের সভাপতি রাহুল গাঁধী সহ পুরো দল যখন আরএসএসের চিন্তাধারার বিরুদ্ধে লড়ছে, তখন প্রণবের এভাবে আরএসএসের সভায় যাওয়ার সিদ্ধান্ত সেই লড়াইকে দুর্বল করবে। প্রণবের মেয়ে ও কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় টুইট করেছেন, তুমি আরএসএসের মঞ্চে কী বললে, তা লোকে ভুলে যাবে। রয়ে যাবে শুধু ছবিগুলো। সেগুলোই মিথ্যে বিবৃতির সঙ্গে প্রচারিত হবে সর্বত্র।
শর্মিষ্ঠা আরও বলেছেন, নাগপুরে গিয়ে তুমি আরএসএস/বিজেপিকে মিথ্যে গল্প ফাঁদার পূর্ণ স্বাধীনতা দিচ্ছ। কদিন বাদে মানুষ এ সব বিশ্বাস করতে শুরু করবে।
কংগ্রেসের ৩ শীর্ষ নেতা জয়রাম রমেশ, রমেশ চেন্নিথলা ও সি কে জাফর শরিফ প্রণবকে চিঠি লিখে এই সভায় যোগ না দিতে অনুরোধ করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, সমালোচকরা যে যাই বলুন, তিনি সঙ্ঘের সভায় যাবেনই।
যা বলার তা সেখানেই বলবেন। গতকালই নাগপুর পৌঁছে গিয়েছেন তিনি। বিমানবন্দরে সঙ্ঘ নেতৃত্ব স্বাগত জানিয়েছে তাঁকে। রাজভবনে আরএসএস প্রধান মোহন ভাগবত ও প্রণব একসঙ্গে নৈশভোজ করেছেন।
এবিপি/এইচজে
আরো পড়ুন দেখে নিন, নতুন বাজেটে যেসব পণ্যের দাম কমছে এবং বাড়ছে