ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাইখুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, সুখী সমৃদ্ধশালী দেশ গড়তে যাকাত ব্যবস্থার বিকল্প নেই। বাংলাদেশে সামর্থবান ব্যক্তিরা সবাই যাকাত দিলে আগামী দশ বছরে যাকাত নেওয়ার লোক পাওয়া যাবে না। তবে এর জন্য সরকারী ব্যবস্থাপনার পাশাপাশি ব্যক্তি উদ্যোগে যাকাত নিয়ে কাজ করতে হবে।
আজ ৫ জুন (মঙ্গলবার) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল ইব্রাহীম বীর প্রতীক, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাছির উদ্দিন মুনির, উপজেলা বিএনপি নেতা নুর মোহাম্মদ, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আহম্মদ দিদার ক্বাসেমী , মাওলানা মুফতি মোহাম্মদ আলী, মুফতি আবদুল আজীজ, চট্টগ্রাম মহানগর জমিয়তের সভাপতি মাওলানা জাকারিয়া ক্বাসেমী।
হাটহাজারী উপজেলা পরিষদ মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা সভাপতি মাওলানা জাফর আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হাটহাজারী উপজেলা শাখা সহ-সভাপতি নছীম, মাওলানা হোসাইন ফয়জী, মাওলানা জামাল খন্দকীয়া, মাওলানা মোস্তফা, হাফেজ আলী আকবর, আল-আমিন সংস্থার সেক্রেটারী আহসান উল্লাহ মাষ্টার, যুগ্ম-সম্পাদক মাওলানা ইয়াছিন, মাওলানা ইমরান খন্দকিয়া।
এতে আরো উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুল হক বাবু, মাওলানা আলমগীর, মুফতী মোহাম্মদ আলী, হাফেজ মোহাম্মদ ইসমাইল, মাওলানা আলমগীর মাসউদ, মাওলানা সাইফুল্লাহ, মাওলানা মুহাম্মদ, ছাত্র জমিয়ত হাটহাজারী উপজেলা সভাপতি মাওলানা ফোরকান আলী, ভারপ্রাপ্ত সেক্রেটারী ইব্রাহীম খলিলুল্লাহ, সাইফুল ইসলাম, ওমর গনি, বিন ইয়ামিন, তাওহীদ, মাহমুদুল হাসান, আব্দুল কাইয়ুম প্রমুখ।
সেক্রেটারী মাওলানা ইমরান সিকদারের সঞ্চালনায় প্রধান অতিথি আরো বলেন, ইসলামের পঞ্চ স্তম্ভের মধ্যে রোজা ও যাকাত দুটি গুরুত্বপুর্ণ স্তম্ভ । রোজা আমরা সবাই পালন করি কিন্তু শুধু সার্থবান ধনী ব্যক্তিদের জন্যই যাকাত। যাকাত ছাড়া ইসলাম কখনোই পরিপূর্ণ হবেনা। যাকাত গরিবের প্রতি ধনীর কোন করুণা নয়। বরং ধনী ব্যক্তির উপর গরিবের হক। যা ধনী ব্যক্তিকে অবশ্যই আদায় করতে হবে। যাকাত আদায় করলে সম্পদ কমে না বরং এ সম্পদকে তার ভবিষ্যতের জন্য আরো বরকতময় করে দেন।
আরো পড়ুন : যাকাত হিসেবের অাধুনিক পদ্ধতি (ভিডিও)