আওয়ার ইসলাম: টেকনাফে শনি ও রোববার মাদকবিরোধী অভিযান চালিয়েছে পুলিশ। সদর ইউনিয়নের ইয়াবাপাড়া বলে খ্যাত মৌলভীপাড়া ও নাজিরপাড়াসহ কয়েকটি পাড়ায় পুলিশের বিশেষ কয়েকটি টিম অভিযান চালালেও কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানান তারা।
রাজপ্রাসাদতুল্য ২-২৫টি বাড়িতে অভিযান চালিয়ে কোনো মাদক উদ্ধার করতে পারেনি পুলিশ। মাদকবিরোধী অভিযান শুরু হওয়ায় রাতের আঁধারে দেশ থেকে পালিয়েছে ইয়াবা ব্যবসায়ীরা।
টেকনাফের ইয়াবা গডফাদারদের রাজপ্রাসাদে কয়েক দফা অভিযান চালিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিন্তু রাজপ্রাসাদের মালিক কোনো রাজা বা রানীর দেখা পাওয়া যায়নি।
নিষ্ফল অভিযানে প্রাসাদের পাহারাদারের শুধু দেখা মিলেছে। আবার কোনোটায় তা-ও মেলেনি। প্রাসাদগুলোয় ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। খাঁ খাঁ করছে চারদিক।
মাদকবিরোধী অভিযান শুরুর পর থেকে ইয়াবা ব্যবসায়ীরা দুবাই, মালয়েশিয়া, ভারত ও সৌদি আরবে পালিয়ে গেছে। অনেকে ট্রলারে সমুদ্রপথে মিয়ানমারে আশ্রয় নিয়েছে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রণজিত কুমার বড়ুয়া বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী একরাম, আবদুর রহমান, মোহাম্মদ আলী, আবুল কালাম ওরফে কালা ও জাফর আলমসহ ২০-২৫ জনের রাজপ্রাসাদের মতো বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে তাদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি।
আরো পড়ুন- রোজা পালনে বয়স্কদের জন্য ৬ টিপস