মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


মসজিদে আকসা থেকে কোরআন পাঠরত ১২ ফিলিস্তিনি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

কুরআন পড়ার সময় পূর্ব জেরুসালেমে আল-আকসা মসজিদের ভেতর থেকে ১২ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আনাদলু।

জেরুসালেম ইসলামিক ওয়াকফের একজন মুখপাত্র ফিরাস আল-দিবসের বরাত দিয়ে আনাদলু এজেন্সি জানায়, এক ডজন ইসরাইলি পুলিশ অফিসার মসজিদের ভেতর থেকে ১২ ফিলিস্তিনিকে আটক করে। এ সময় তারা মসজিদের আঙিনায় কুরআন পড়ছিলেন।

আল-দিবস বলছেন, এর আগে সকাল থেকে বিরোধপূর্ণ এলাকায় অবস্থিত এই মসজিদের ভেতর প্রায় ৫৩ জন ইহুদি জোর করে ঢুকে পড়ে। তারা সকাল থেকে তাদের পথ বন্ধ করে দেয়।

তিনি আরও বলেন, মসজিদের ভেতর আরও বেশি সংখ্যায় ইহুদি ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। মসজিদের ওপর ইহুদিবাদীদের হামলা হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

উল্লেখ্য, গত ১৪ মে পবিত্র বায়তুল মুকাদ্দাসে দূতাবাস স্থানান্তর করে আমেরিকা। সেদিন এর প্রতিবাদে বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায় ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনিবাসীদের সাথে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সংঘর্ষের ফলে ৬৫ জন ফিলিস্তিনি শহীদ এবং প্রায় ৩ হাজার ফিলিস্তিনি আহত হন।

আরও পড়ুন : গাজায় ইসরায়েলি হামলা; ৫৫ সাংবাদিক আহত


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ