মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


প্লাস্টিক বন্ধে আইনের প্রয়োগ চায় টিআইবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকের বেআইনি উৎপাদন, বাজারজাতকরণ এবং ব্যবহার বন্ধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

প্রয়োজনে আইন সংস্কার করে শাস্তির পরিমাণ বৃদ্ধি এবং তার লঙ্ঘনের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার সুপারিশ করেছে সংস্থাটি।

গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি ও সুপারিশ তুলে ধরা হয়। এ ছাড়া পরিবেশ দূষণ রোধে ব্যবহৃত তহবিল এবং জলবায়ু অর্থায়নে

পরিচালিত সব কার্যক্রমে স্বচ্ছতা ও জন-অংশগ্রহণ বৃদ্ধিসহ আট দফা দাবি জানিয়েছে টিআইবি। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এ বিবৃতি দিয়েছে টিআইবি।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ ২০০২ সালে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে আইন করলেও, কার্যকর প্রয়োগের অভাবে এর সুফল পাওয়া যাচ্ছে না।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই যত্রতত্র নির্বিচারে পলিথিন ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, প্রতি বছর প্রায় ৩ লাখ টন প্লাস্টিক বর্জ্য নদী-নালা, খাল-বিল ও উন্মুক্ত জায়গায় ফেলা হচ্ছে।

এ ধরনের দূষণ বন্ধ করতে হলে প্লাস্টিকের বেআইনি উৎপাদন, বাজারজাতকরণ বন্ধসহ বিদ্যমান আইনের কঠোর প্রয়োগ করতে হবে।

আরো পড়ুন- রোজা পালনে বয়স্কদের জন্য ৬ টিপস


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ