আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের ছয় জন মন্ত্রী শপথ নিয়েছেন। ইসলামাবাদের প্রেসিডেন্ট হাউজে রাষ্ট্রপতি মামনুন হোসেইন তাদেরকে শপথবাক্য পাঠ করান। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নাসিরুল মুলক উপস্থিত ছিলেন।
মন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছেন, ড. শামশাদ আখতার, রওশান খুরশিদ, ব্যারিস্টার আলী জাফার, আব্দুল্লাহ হোসেইন হারুন, আযাম খান ও মোহাম্মাদ ইউসেফ শেইখ। এদের মধ্যে ড. শামশাদ আখতার হচ্ছেন স্টেট ব্যাংক অব পাকিস্তানের সাবেক গভর্নর। এছাড়া আব্দুল্লাহ হোসেইন হারুন এর আগে জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অপর চারজনের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয় নি। শপথগ্রহণ অনুষ্ঠান শেষে ছয় মন্ত্রীকে নিয়ে রাষ্ট্রপতি মামনুন হোসেনের সঙ্গে বৈঠক করেছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নাসিরুল মুলক।
তত্ত্বাবধায়ক সরকার একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবে বলে মামনুন হোসেইন এ সময় আশা প্রকাশ করেন। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দ্বিতীয়বারের মতো তাদের মেয়াদ শেষ করতে সক্ষম হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
আগামী ২৫ জুলাই পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন সরকার ক্ষমতা নেয়ার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে।
এইচজে
আরো পড়ুন ‘আত্মঘাতী হামলা হারাম’ ফতোয়া জারির পরই আলেমদের উপর হামলা; নিহত ১৪