আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে গরিবের ভাত মারছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দারিদ্র্যসীমায় থাকা নাগরিকদের জীবনযাত্রা আরও কঠোর করে তুলছেন তিনি বলে মন্তব্য করেছে জাতিসংঘ।
মার্কিন প্রেসিডেন্টের দারিদ্র্যবান্ধব কাজগুলো থেকে প্রশাসনকে সরিয়ে নেয়ার সমালোচনা করে এমন অভিযোগ তুলেছে জাতিসংঘ। সংস্থাটি যুক্তরাষ্ট্রকে চপেটাঘাত করতে মোটেও কুণ্ঠাবোধ করে না।
এর আগে ওবামা প্রশাসনের বিরুদ্ধে জাতিসংঘের অভিযোগ ছিল, নাগরিকদের ওপর পুলিশের বর্বরতা ও সেনাবাহিনীতে যৌন কেলেঙ্কারি তদন্তে ব্যর্থ হয়েছে ওবামা সরকার।
গত বছর ট্রাম্প গণমাধ্যমের ওপর আক্রমণ করলে জাতিসংঘের আক্রোশের মুখে পড়েন তিনি। এবার গরিবদের অধিকার রক্ষায় ব্যর্থ হওয়ায় ট্রাম্পের ওপর তোপ দাগলেন জাতিসংঘের মানবাধিকার তদন্ত কর্মকর্তা ফিলিপ অ্যালসটন।
জাতিসংঘের চরম দারিদ্র্য ও মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ফিলিপ অ্যালসটন যুক্তরাষ্ট্রের দারিদ্র্যপীড়িত কয়েকটি প্রত্যন্ত অঞ্চলে কয়েক মাস সফর করেছেন।
আলাবামা রাজ্য সফরের সময় তিনি এক পরিবারকে দেখেছেন, যারা মাসিক মাত্র ৯৫৮ ডলার আয়ে জীবনযাপন করেন। ওই পরিবারটির ঘরের মধ্যে প্রবাহিত হচ্ছিল এক ইঞ্চি পুরো ড্রেনের ময়লা।
সূত্র: ওয়াশিংটন পোস্ট
আরো পড়ুন- রোজাদারদের জাগানোর দায়ে ৬ ফিলিস্তিনি আটক