মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইউরোপ যাওয়ার পথে নৌকাডুবি, ১১২ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সমুদ্রপথে স্বপ্নের দেশ ইউরোপ যাওয়ার পথে তিউনিশিয়ার উপকূলে শনিবার নৌকাডুবির ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে।

আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, শনিবার তিউনিশিয়ার উপকূলে অভিবাসীদের নিয়ে নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১১২ জন লোকের মৃত্যু হয়েছে। খবর বিবিসি/রয়টার্স

এদিকে রোববার এক প্রতিবেদনে ৫০ জন মারা গেছে বলে সংবাদ প্রকাশ করে তিউনিশিয়া। এতে বলা হয় জীবিত অবস্থায় ৬৮ জনকে দেশটির নৌবাহিনী উদ্ধার করেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রাণালয় জানায়, দুর্ঘটনাটির দূরত্ব কার্কেনা দ্বীপ থেকে পাঁচ মাইল এবং সুফ্যাক্স শহরের ১৬ নটিক্যাল মাইল দূরে ছিল।

রয়টার্সের বরাত দিয়ে বিবিসি জানায়, নৌবাহিনীর হাতে আটক হওয়া একজন বলে, ডুবে যাওয়ার পরে নৌকাটি ফেলে চালক পালিয়ে যায়।

বেকার তিউনিশিয়ান ও আফ্রিকানরা ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে প্রায়ই ইতালির সিসিলিতে যাওয়ার চেষ্টা করে।

গত বছর থেকে ইউরোপে যাওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে। আগে লিবিয়ার মানবপাচারকারীরা এ পথ ব্যবহার করত।

আইএমও জানায়, তবে একটি চক্র ৫০ হাজার থেকে এক লাখ টাকার বিনিময়ে মাছ ধরার নৌকায় মানবপাচার করছে। সূত্র এএফপি

আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আইএমও) জানায়, এ বছর সাগর পাড়ি দিয়ে ৩২০০০ হাজার অভিবাসী ইউরোপ পাড়ি দিয়েছে। তবে সাগর পাড়ি দেয়ার সময় ৬৬০ জন প্রাণ হারায়। যুগান্তর।

আরও পড়ুন : ইউরোপের সবুজ ভূমি পর্তুগালে ইসলাম ও পবিত্র রমজান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ