আওয়ার ইসলাম: কওমি তরুণদের আদর্শ সমাজ বিনির্মাণ ও সমাজ সংশোধনের দায়িত্ব নিতে হবে। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে ইসলামের উদার বাণী ছড়িয়ে দিতে হবে। রাসুল সা.এর মহান আদর্শ সামনে রেখে ন্যায়, সাম্য, উদারতা আর ভ্রাতৃত্বের বন্ধনে আলোকিত সমাজ গড়তে কওমি তরুণ আলেমদের এগিয়ে আসা সময়ের দাবি।
শিবচর কওমী ছাত্র পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গতকাল ১৭ রমজান আলোচনা সভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিবচর উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা শাহাদাত হুসাইন। তিনি কওমি ছাত্র পরিষদের নানা সেবামুখি কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে মানব সেবায় অংশ গ্রহণের আহ্বান জানান।
স্থানীয় আপন সুইটস এন্ড রেষ্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।ইফতার মাহফিলে কওমি ছাত্র পরিষদের সদস্যবৃন্দ ও শুভাকাঙ্খীগণ উপস্থিত ছিলেন।
কওমি ছাত্র পরিষদের সভাপতি মাওলানা আল আমিন খান জানান, অনুষ্ঠানে আগামী ২৮ শে রমজান কওমী ছাত্র পরিষদের পক্ষ থেকে অসহায়-দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের ঘোষনা দেয়া হয়েছে। গত বছরও কওমি ছাত্র পরিষদ গরিবদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছিলো। এ বছর আরো বড় আকারে ঈদ সামগ্রী বিতরণের চেষ্টা করা হচ্ছে।
এইচজে
আরো পড়ুন বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিসে থাকছে ৯০৪ বাস; টিকিট বিক্রি ৫ জুন