মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


বেফাকের ফলাফল ৬ জুন বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর   ৪১তম কেন্দ্রীয় পরীক্ষা (১৪৩৯ হিজরি, ২০১৮ইং) ফলাফল আগামী ৬ মে ২০ রমজান বুধবার প্রকাশ হবে।

বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবু ইউসুফ আওয়ার ইসলামকে জানান, প্রতিষ্ঠানটির অধীনে পরিচালিত ৪১তম কেন্দ্রীয় পরীক্ষার খাতা ইতোমধ্যেই যাচাই বাছাইয়ের কাজ শেষ হয়েছে।

আগামী ৬ মে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

জানা যায়, মাদরাসাওয়ারী ফলাফল পরীক্ষার্থীর রোল নম্বর ও মারহালা দিয়ে বেফাকের ওয়েব সাইটে ফলাফল দেখা যাবে।

অনলাইনে ফলাফল দেখতে ভিজিট করুন http://wifaqresult.com বা ক্লিক করুন বেফাকের ফলাফল এ ।

উল্লেখ্য. গত ৩০ এপ্রিল ২০১৭ থেকে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়ে ১০ মে বুধবার শেষ হয়।

সারাদেশ থেকে হিফজ ও কেরাতসহ মোট ৬টি স্তরে ৭১৫১৫ জন ছাত্র ও ৪৮০২৬ জন ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

প্রতি বছর শাবান মাসে অনুষ্ঠিত বেফাকের কেন্দ্রীয় এই পরীক্ষার ফল প্রকাশ হয় পরের মাস রমজানেই। সে অনুযায়ী ৪১ তম বেফাক পরীক্ষার ফলাফলও ২০ রমজান প্রকাশ হচ্ছে।

আরো পড়ুন- রোজার এ টু জেড : মুফতি মনসূরুল হক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ