আওয়ার ইসলাম: আসন্ন পাকিস্তানের জাতীয় নির্বাচনে লড়তে প্রস্তুত ভারতের মুম্বাই হামলার কথিত মাস্টার মাইন্ড হাফিজ সঈদ৷ আগামী ২৫ জুলাই হবে এই নির্বাচন৷ তাতেই প্রার্থী হচ্ছেন আন্তর্জাতিকভাবে অালোচিত এই নেতা৷
হাফিজের সংগঠন জামাত উদ দাওয়া একটি রাজনৈতিক জোট গড়েছে৷ ‘আল্লাহু আকবর তেহরিক’ নামে সংগঠনের হয়েই ভোটে নামছেন হাফিজ সাঈদ৷ ২০০৮ সালের মুম্বাই হামলার ঘটনার পর থেকে হাফিজকে নিয়ে আন্তর্জাতিক মহলে বারবার চাপের মুখে পড়েছে পাকিস্তান৷তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় হাফেজ সাঈদকে গ্রেফতার করতে পারে নি পাক সরকার।
জানা যায়, 'আল্লাহু আকবর তেহরিক' সংগঠনটি পাকিস্তানের নির্বাচন কমিশন দ্বারা নিবন্ধিত৷ ফলে সেই সংগঠনের হয়ে প্রচারে বৈধতা পেয়েছে হাফিজ সঈদ৷ মনে করা হচ্ছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কয়েকটি আসনে এই সংগঠনের রাজনৈতিক মঞ্চ প্রার্থী দেবে৷ তবে হাফিজ সাঈদের নিজের প্রার্থী হওয়া নিয়ে ধোঁয়াশা কাটেনি৷
উল্লেখ্য, আমেরিকা ও ভারতের লাগাতার চাপে এই হাফিজ সাঈদকে প্রাথমিকভাবে বন্দি করা হলেও পরে তাকে ছেড়ে দেয় পাক সরকার৷ জমকালো মিছিল করে হাফিজ সাঈদকে বরণ করা হয় তার নিজ এলাকায়৷ এরপরই দৃশ্যমান রাজনীতিতে আসেন হাফিজ৷স্খানীয়ভাবে হাফিজ সাঈদের বেশ জনপ্রিয়তা রয়েছে।
এইচেজে
আরো পড়ুন দরিদ্রে বসবাস করছে ৪ কোটি মার্কিন নাগরিক