মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


কাশ্মীর সীমান্তে পাক সেনাদের গুলিতে ২ বিএসএফ জওয়ান নিহত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার  ইসলাম: ভারতীয় মিডিয়া দাবি করছে, ডিজিএমও পর্যায়ের আলোচনায় ২০০৩-এর সংঘর্ষ বিরতি চুক্তি ‘অক্ষরে অক্ষরে’ মেনে চলার বিষয়ে সহমত হয়েছিল ভারত ও পাকিস্তান। এর এক সপ্তাহ পরেই ফের বিনা প্ররোচনায় আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে যুদ্ধবিরতি ভেঙে নির্বিচারে গুলিবর্ষণ করেছে পাকিস্তান।

পাকিস্তানি রেঞ্জার্সের গুলিতে মৃত্যু হয় দুই বিএসএফ জওয়ানের। আজ রবিবার ভোররাত থেকে জম্মুর আখনূর সেক্টরের প্রাগওয়াল এলাকায় গুলি চালাতে শুরু করে পাক রেঞ্জার্স। ফরোয়ার্ড পোস্টে মোতায়েন দুই বিএসএফ জওয়ান জখম হন। হাসপাতালে চিকিত্সা চলাকালে তাঁদের মৃত্য হয়েছে বলে বাহিনীর এক পদস্থ আধিকারিক জানিয়েছেন।

পাকিস্তানের সংঘর্ষ বিরতি লঙ্ঘনের জবাব দেয় বিএসএফ সদস্যরাও।শেষ খবর পাওয়া পর্যন্ত গুলি বিনিয়ম চলছে বলে জানা গেছে।

গত ২৯ মে ভারত ও পাকিস্তানের ডিজিএমও পর্যায়ের আলোচনায় জম্মু ও কাশ্মীরে সীমান্ত সংঘর্ষ বন্ধ করতে ২০০৩-র সংঘর্ষ বিরতি চুক্তি ‘অক্ষরে অক্ষরে’ মেনে চলার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল।

বিশেষ হটলাইনে দুই সামরিক বাহিনীর কম্যান্ডাররা জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করেছিলেন। পাক ডিজিএমও-র উদ্যোগেই হটলাইনে ওই আলোচনা হয়েছিল।

অন্যদিকে, শ্রীনগরে গতকাল পৃথক তিনটি গ্রেনেড হামলায় চার সিআরপিএফ জওয়ান-সহ ৬ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

এইচজে

অারো পড়ুন চীনের মুসলমানদের রোজা রাখায় সরকারি নিষেধাজ্ঞা!


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ