আবদুল্লাহ তামিম: ১২ জুনেই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ট্রাম-কিম বৈঠক।
শুক্রবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান।
ট্রাম্প জানান, তারা পারমাণবিক অস্ত্রের ব্যবহার ও সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষা বন্ধ করতে চান। কিন্তু উত্তর কোরিয়া এ বিষয়ে তাদের সুনির্দিষ্ট কোন কিছু জানায়নি।
উত্তর কোরিয়ার প্রতিনিধি ট্রাম্পের কাছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিমের একটি চিঠি পৌঁছে দেন।
ট্রাম্প উত্তর কোরিয়ার প্রতিনিধির সাথে বৈঠক করেন। কিমের চিঠি পেয়ে ট্রাম্প জানান, চিঠি পাওয়ার বিষয়টি খুবই মজার। তবে তিনি এখনও চিঠিটি পড়ে দেখেননি। সূত্র: বিবিসি
অারো পড়ুন- কাজা রোজা রাখার পদ্ধতি