এন.এইচ ওমর মাহি, সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর শেখঘাট কলাপাড়ায় বিদ্যুতের খুঁটির সাথে সংঘর্ষে টম টমের ড্রাইভার সহ ৩ জন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে গত ১ জুন সন্ধ্যা ৭টার দিকে কলাপাড়া খেয়াঘাটের সামনে। আহতরা হচ্ছেন যাত্রী হোসেন আহমদ, সুমন আহমদ ও ড্রাইভার ইমাম উদ্দিন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
জানা যায়, সিলেট নগরীতে নিষিদ্ধ ব্যাটারী চালিত ইজি বাইক (টম টম)টি নগরীর কলাপাড়া খেয়াঘাট থেকে সরদা হলের সামনে আসার পথে ড্রাইভারের অদক্ষতার কারণে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ড্রাইভার সহ দুই যাত্রী গুরুতর আহত হন।
স্থানীয় জনগণ জানান, নিষেধ থাকা সত্ত্বেও প্রশাসনের কিছু অসাধু কর্মকাতাদের যোগসাজসে এখনো নগরীর কলাপাড়া থেকে কোতোয়ালী মডেল থানার সামন পর্যন্ত ব্যাটারী চালিত ইজি বাইক নিয়মিত চলাচল করছে।
আর এসব ইজি বাইকের ড্রাইভারদের প্রশিক্ষণ না থাকায় প্রায় দুর্ঘটনা ঘটছে। তাই জনগনের জানমালের নিরাপত্তার স্বার্থে ইজি বাইক চলাচল বন্ধ করা খুবই জরুরী।
আরো পড়ুন- কাজা রোজা রাখার পদ্ধতি