মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


বড় অভিযানে দুয়েকটা ভুল হতেই পারে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এত বড় অভিযানে দুয়েকটা ভুল হতেই পারে।সাম্প্রতিক  টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ স্থানীয় কাউন্সিলর একরামুল হকের নিহত হওয়ার ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় যদি কেউ জড়িত থাকে, তার যথোপযুক্ত বিচার হবে।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিআরটিসির ৩৬ অাসন বিশিষ্ট নারীদের এসি বাস সার্ভিস দোলনচাঁপা উদ্বোধনের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

নারীদের জন্য রাজধানীতে চালু করা হলো প্রতীকীভাবে দুইটা বাস চালু । অাগামী দুই মাসের মধ্যে অারও আটটি বাস চালু করা হবে।

দোলনচাঁপাবাসটিতে প্রাথমিক চিকিৎসা, সিসিটিভিসহ নিরাপদ ও অারামদায়ক ব্যবস্থা অাছে। বাসগুলো মিরপুর সার্কেল থেকে অাজিমপুর, মিরপুর ১২ থেকে মতিঝিল রুটে চলাচল করবে।

মন্ত্রী জানান, ভারতীয় ভলভো অাইশার ভেহিকল লিমিটেডের বাসটিতে মিরপুর ১২ থেকে মতিঝিল পর্যন্ত ৩০টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এইচজে

আরো পড়ুন বঙ্গবন্ধুর মাজার জিয়ারতে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ