মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


ফিলিস্তিনের স্কুল ভাঙ্গার আদেশ দিল ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : জেরুসালেমের কয়েক কিলোমিটার দূরত্বে খান আল আহমার এলাকায় বেদুইন সম্প্রদায়ের একমাত্র স্কুলটি ভাঙার ঘোষণা দিয়েছে ইসরাইলি বাহিনী। বেদুইন সম্প্রদায়ের ২০০ ছেলেমেয়ে ওই স্কুলের শিক্ষার্থী।

গত সপ্তাহে ইসরাইলের উচ্চ আদালত ওই এলাকায় স্কুল ভেঙে ইসরাইলি বসতি নির্মাণের রায় দিয়েছে।

স্কুলটি ২০০৯ সালে ইতালীয় এনজিও টেরা ডি ভেন্টোর অর্থায়নে নির্মাণ করা হয়েছিল। স্কুলটি কাদা ও রাবারের টায়ারের সমন্বয়ে নির্মাণ করা হয়েছে। তাই এরা নাম টায়ার স্কুল।

২০১১ সাল থেকে দায়িত্বে থাকা অধ্যক্ষ হালিমা জাওয়ুকা জানান, স্কুলের ফ্যাকালটির সদস্য ও শিক্ষার্থীরা স্কুলের ভাগ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। এতে শিক্ষার্থীদের ওপর মানসিক চাপ পড়ছে। স্কুলটিতে নতুন কোনো শিক্ষক বা শিক্ষার্থী আসছে না।

স্কুলে প্রতিদিন ইসরাইলি সেনারা ঘেরাও করে সুকল ভাঙার আদেশ ও নোটিশ দেখাচ্ছে। এই সিদ্ধান্ত যেন পরিবর্তন করা হয়। এদিকে গত সপ্তাহে দেশটির প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যান বলেন, তিনি আশা করছেন, আড়াই হাজার বসতি নির্মাণের অনুমতি দেয়া হবে।

আরও পড়ুন : হাজার হাজার জুতা রেখে ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ