আওয়ার ইসলাম: চার দিনের সফর শেষে থাইল্যান্ডের উদ্দেশ্যে গতকাল ঢাকা ত্যাগ করেছেন রাজকুমারী মহা চক্রী সিরিনধরন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন রাজকুমারী। আলোচনায় কৃষিক্ষেত্রে দুদেশের সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
অন্যদিকে রাজকুমারী বাংলাদেশ থেকে থাইল্যান্ডে লিচু আমদানি করার বিষয়ে বিশেষ আগ্রহ দেখান।
সোমবার বাংলাদেশে এসে থাইল্যান্ডের রাজকুমারী প্রয়াত রাজা ভূমিবলের গড়া রয়্যাল চাইপাত্তানা ফাউন্ডেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
গতকাল সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান মহা চক্রী সিরিনধরনে।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, বৈঠকে কৃষিক্ষেত্র ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ ছাড়াও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
রয়্যাল চাই পাত্তানা ফাউন্ডেশনের অর্থায়নে স্কুলশিশুদের জন্য স্যানিটেশন প্রকল্প, কৃষকদের জন্য টেকসই কৃষি প্রকল্প এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার সাফিশিয়েন্সি ইকোনমি লার্নিং সেন্টার পরিদর্শন করা রাজকুমারী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিদায় জানান তাকে বিমানবন্দর খেকে।
আরো পড়ুন- কাজা রোজা রাখার পদ্ধতি