মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


নারায়ণগঞ্জ তাবলিগ মারকাজের দুই সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়াণগঞ্জ প্রতিনিধি: তাবলিগের চলমান সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা থেকে তাবলিগের কোনো সাথী ভারতের নিজামুদ্দিন যাবেন না এবং সেখান থেকে কোনো জামাত বা ব্যক্তিও যেন নারায়ণগঞ্জে না আসেন সে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৩০ মে নারায়ণগঞ্জ তাবলিগের মারকাজ মসজিদে জিম্মাদারদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্তগুলো সেদিনই চিঠি আকারে কাকরাইল তাবলিগের কেন্দ্রীয় মারকাজকে অবগত করানো হয়।

চিঠিতে জিম্মাদারগণ লিখেন, নারায়ণগঞ্জ জেলা মার্কাজের সমস্ত শুরা হযরতগণ এবং জিম্মাদার সাথী আলোচনার সাপেক্ষে একমত হয়েছেন যে, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা হতে কোনো জামাত বা ব্যাক্তি নিজামউদ্দিনে যাবে না এবং বিশেষভাবে নিজামউদ্দিন থেকে কোনো জামাত বা ব্যক্তি নারায়ণগঞ্জ জেলা মার্কাজ বা কোন থানায় আসবে না।

চিঠিতে আরো উল্লেখ্য করা হয়, নারায়ণগঞ্জ জেলা ও সকল থানা কাকরাইলের ওলামা শুরা হযরতগণের ফায়সালাকৃত বিষয়ের উপর চলবে।

চিঠিতে স্বাক্ষর করেন-
১। হাজী সিরাজ মিয়া
২। হাজী আবুল হাসেম
৩ হাজী আঃ লতিফ খান
৪। হাজী ফজলুল হক
৫। হাজী হুজায়ফা

মাওলানা ইলিয়াস রহ. এবং দাওয়াত ও তাবলীগ

-আরআর


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ