মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


আইএস সংশ্লিষ্টতায় মালয়েশিয়ায় বাংলাদেশি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : অস্ত্র চোরাচালান ও ধর্মীয় স্থাপনায় হামলা পরিকল্পনা ও আইএস সংশ্লিষ্ট সন্দেহে ১৫ সন্দেহভাজনকে আটক করেছে মালয়েশিয়ার পুলিশ।

শুক্রবার মালয়েশিয়া পুলিশ জানিয়েছে, আটক সন্দেহভাজনদের মধ্যে এক বাংলাদেশিসহ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছেন। তবে সে দেশের পুলিশ জাতীয়তা প্রকাশ করলেও কারো নাম, পরিচয় বা ছবি প্রকাশ করেনি।

মালয়েশিয়া পুলিশের প্রধান মোহাম্মদ ফুজি হারুন বলেন, ৬ মালয়েশীয়, ৬ ফিলিপিনো, এক বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ী ও উত্তর আফ্রিকার এক দেশের এক দম্পতিকে গেলো মার্চ থেকে মে মাসের মধ্যে আটক করা হয়।

জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত মার্চের ২৭ তারিখ থেকে ৯ মে পর্যন্ত ১৫ জনকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন হারুন। এদের সকলেই ১৭ থেকে ৫১ বছর বয়সী । এদেরকে ধরতে কুয়ালালামপুর, সেলানগর, জোহর, কেলানতান এবং সাবাহতে অভিযান পরিচালনা করে পুলিশ।

মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিরা বলছেন, এই ধরনের ঘটনায় বাংলাদেশিদের সম্পৃক্ততা প্রকাশ হওয়ার ফলে সেখানে অবস্থানরত প্রায় ১৫ লাখ বাংলাদেশিদের ওপর নেতিবাচক প্রভাব পড়ে।

আরও পড়ুন :  আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে হামলা, আইএস নিহত ১০


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ