মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬


৬ মাসের মধ্য ল্যাপটপ ব্যবহার না শিখলে মন্ত্রীদের বরখাস্ত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি বুধবার বলেছেন, আগামী ছয় মাসের মধ্যে যেসব মন্ত্রী ল্যাপটপ ব্যবহার করা শিখবেন না তাদেরকে বরখাস্ত করা হবে।

ভারতের এনডিটিভির খবরে বলা হয়, ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় মেয়াদে নেপালের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া অলি বলেছেন ছয় মাসের মধ্যে প্রধানমন্ত্রীর অফিস 'পেপারলেস' অর্থাৎ কাগুজে দলিলমুক্ত করা হবে।

কাঠথমান্ডুতে নেপাল ন্যাশনাল টিচার্স অর্গানাইজেশনের এক সভায় বক্তৃতা দেয়ার সময় তিনি বলেন, ' আমি ইতিমধ্যেই মন্ত্রিসভায় বলেছি আগামী ছয় মাসের মধ্যে অফিস কাগজমুক্ত করা হবে এবং বৈঠকের কর্মসূচি ও এজেন্ডা আলোচনা করা হবে ল্যাপটপে।'

তিনি বলেন, মন্ত্রীরা তাদের সহকারীদের কাছ থেকে আগামী ছয় মাসে ল্যাপটপ কিভাবে চালাতে হয় তা শিখে নিতে পারেন।

ছয় মাস পরও যারা ল্যাপটপ চালাতে পারবেন না তাদেরকে বরখাস্ত করা হবে। একই সাথে বরখাস্ত মন্ত্রীদের একটি করে ল্যাপটপও দেয়া হবে যেন তারা আগামীবার ক্ষমতায় আসার আগে এটি চালানো শিখে নিতে পারেন, বলেন অলি।

নেপালের মন্ত্রী বলেন, তার সরকার এই সময়ের মধ্যে নেপাল্কে আরও তথ্য প্রযুক্তি বান্ধব করে তোলার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে।

এইচজে

আরো পড়ুন তায়েফে বন্দুকধারীদের হামলায় ১ পুলিশ নিহত; কয়েক সেনা আহত

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ