আওয়ার ইসলাম: বাংলাদেশে পশুপাখির প্রতি নিষ্ঠুর আচরণ ঠেকাতে আইন আছে। এই আইনে হাঁস-মুরগি উল্টো করে ঝুলিয়ে নিলে ২০০ টাকা জরিমানার বিধান রয়েছে।
বুধবার রাজধানীর সোনারগাঁ হোটেলে এক সভায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার বদরুল আলম এ তথ্য জানান। ব্যবসা সহজ করার লক্ষ্যে নেয়া সংস্কার উদ্যোগের হালনাগাদ পরিস্থিতি জানাতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই সভার আয়োজন করে।
এসময় আইন থাকলেও তা প্রয়োগ করার মতো জনবল না থাকার কথাও উল্লেখ করেন বদরুল আলম।
ব্যবসা সহজ করার ব্যাপারে বদরুল আলম বলেন, ‘ব্যবসা সহজ করতে আইন নয়, সমস্যা আইনের প্রয়োগ করার মতো লোক নেই। আইন সংস্কার নিয়ে যত কাজ হয়, প্রয়োগের ক্ষেত্রে তেমন কাজ হয় না।
এইচজে
আরো পড়ুনপ্রধানমন্ত্রীকে হত্যার হুমকি; গ্রেফতার ২